এই পোশাক বা ভেস্ট গুলি গায়ে পরিধান করে যখন কোন ব্যাক্তি তার দায়িত্ব পালন করবে যেমন: প্রতিষ্ঠনের ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, সামাজিক অথবা রাজনৈতিক ক্লাব সংগঠেনের স্বেচ্ছাসেবক কিংবা নিরাপত্তা প্রহরী ও পরিছন্ন কর্মী তখন তাদের অন্যদের থেকে একদম আলাদা দেখাবে শুধু তাই নয় যেহেতু তাদের পোশাকে আপনার প্রতিষ্ঠানের নাম লোগো প্রিন্ট করা থাকবে ফলে আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও মার্কেটিং হয়ে যাবে পাশাপাশি ধুলা ময়লা থেকে রক্ষা করবে।